|

ইংরেজি শেখার সহজ উপায়

 ইংরেজি শেখার সহজ উপায়।

ইংরেজি হলো আরবি,ফারসি,বাংলা ইত্যাদি ভাষার মতো একটি ভাষা। তবে ইংরেজি হলো ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ভাষা। আমাদের দেশে কম বেশি  ইংরেজি সবাই জানে। কিন্তু পুরোপুরি ইংরেজি গ্রামার এবং অনর্গল ইংরেজিতে কথা বলতে সবাই পারে না।


তাই আজকে এই ব্লগে ইংরেজি শেখার সহজ উপায় বর্ণনা করব এবং কিছু টিপস এন্ড ট্রিকস শেয়ার করব। ইংরেজি শেখার সহজ উপায় ব্লগে আপনাকে স্বাগতম।


ইংরেজী শেখার গুরুত্বঃ

ইংরেজী ইন্টারন্যাশনাল ভাষা হওয়ায় বর্তমানে এমন কোনো জায়গা নেই যেখানে ইংরেজির গুরুত্ব নেই। 

 যেকোনো ভর্তি পরীক্ষা,ইন্টার্ভিউ এমনকি বিদেশে যেতে গেলেও ইংরেজী শেখা লাগে। বিভিন্ন ডিভাইস যেমন কম্পিউটার,মোবাইল ইত্যাদি ব্যাবহার করতে ইংরেজি শেখা লাগে।এছাড়াও এমন হাজারও উদাহরণ আছে যেখানে ইংরেজি শেখার গুরুত্ব আছে।তাই আধুনিক যুগে যে ইংরেজী পারে না তার কোনো ভালো ভবিষ্যৎ নেই।


ইংরেজি শেখার সহজ উপায় :


১) ইংরেজি গ্রামার দক্ষতাঃ

বেশির ভাগ লোকই মনে করে যে ইংরেজি শিখতে গেলে ভালো পরিপূর্ণ গ্রামার জানা লাগে। আসলে তা নয়। ইংরেজি শেখার জন্য গ্রামারের ব্যাসিক জানলেই যথেষ্ট। এর জন্য আপনি কোনো ভালো প্রকাশনীর গ্রামার বই কিনতে পারেন। যেমনঃ Advance learner.এছাড়া আপনি ইউটিউব এবং বিভিন্ন কোর্স ও সাইটের সাহায্য নিতে পারেন।


ভোকাবুলারি নিয়ে বিশেষ দক্ষতাঃ

ইংরেজি শেখা এবং ইংলিশে কথা বলার জন্য সবচেয়ে গুরুত্ব দিন  ইংরেজি ভোকাবুলারিতে। ভোকাবুলারিতে বিশেষ দক্ষতা আনতে পারলে যেকোনো ইংরেজি বলা,পড়ায় কোনো অসুবিধা হবে না। কোথাও কোন শব্দ দেখি  ভোকাবুলারি থেকে  অর্থ খুঁজতে কষ্ট হলেও আপনি চাইলে ডিকশনারি  দেখতে পারেন। ডিকশনারিতে শব্দার্থ দেখতে  তো অনেক সময় লাগে। তাই আপনি চাইলে মোবাইলে ডিকশনারি ব্যবহার করতে পারেন যাতে  সার্চ দেওয়ার ফলে আপনি আপনার  শব্দার্থের ইংরেজি রূপ বা ইংরেজি এর বাংলা রূপ  পেয়ে যাবেন। 


হলিউডের সিনেমা দেখাঃ

হলিউড হচ্ছে আমেরিকান ফিল্ম ইন্ডাস্ট্রি যা ইংরেজি ভাষায় সিনেমা বানায়। এই সকল সিনেমা দেখা এবং শোনার ফলে ইংরেজি এর প্রনাউন্স শুনতে ও শিখতে তেমন অসুবিধা হয় না। শুরুর দিকে না বুঝলেও সাব টাইটেল দেখে ইংরেজী বোঝা যায়। আপনি চাইলে ইংরেজী এনিমেশন কার্টুন দেখতে পারেন।


বেশি বেশি ইংরেজি বই পড়াঃ

বিভিন্ন ধরনের লেখক এর ইংরেজি সাহিত্য বই উপন্যাস কবিতা ইত্যাদি আপনি পড়তে পারেন। এটা আপনি যাচাই করতে পারবেন যে আপনি কতটুকু ইংরেজি পারেন। যদি দেখেন যে আপনি মোটামুটি 12 পৃষ্ঠা সহজে  কোন শব্দ অর্থ ডিকশনারি এর ব্যবহার না করে পড়তে পারেন তাহলে আপনি ইংরেজি ভালোই পারেন।


ইংরেজি পত্রিকাঃ

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মিউজিক পত্রিকা হল "দ্য ডেইলি স্টার"। এখানে আপনি দেশ ও আন্তর্জাতিক এর সকল খবর যেমন জানতে পারবেন তেমনভাবে ইংলিশ শেখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি চাইলে ইংরেজি  সাপ্তাহিক ম্যাগাজিন পড়তে পারেন। 


ইংলিশে  ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রাকটিস করাঃ

ইংরেজীতে বিভিন্ন আরটিকেল,লেটার ফ্রি হ্যান্ডে প্রাকটিস করলে ভালো হয়। এতে  সতর্কতার সাথে বানান,গ্রামার এর দিকে লক্ষ্য রাখা দরকার। ইংরেজী শেখার ক্ষেত্রে এই ফ্রি হ্যান্ডে লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


 ইংরেজীতে ব্লগ লেখাঃ

আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ইংরেজি শেখার সবচেয়ে ভালো উপায় হলো ইংরেজীতে ব্লগ লেখা। এটি ইংরেজী শেখার একটি কার্যকরী পদ্ধতি। এই ব্লগ লেখে আপনি ইংরেজীও শিখতে পারবেন আবার ব্লগ দিয়ে আয়ও করতে পারবেন। ব্লগ লিখে আয় করার নানা উপায় আছে। আপনি চাইলে ব্লগার ইউজ করতে পারেন। ব্লগার এমিন একটি সাইট যেখানে আপনি চাইলে একটি ফ্রি ব্লগিং সাইট তৈরি করতে পারবেন এবং ভিসিটরদের এডস দেখানোর মাধ্যমে আয় করতে পারবেন।চাইলে একটা মাস্টার ডোমেইন কিনতে পারেন। তাই ইংরেজিতে আর্টিকেল লিখে খুব সহজেই আয় করতে পারবেন।


ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পাশে থাকবেন।

Post a Comment (0)
Previous Post Next Post